বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী বার বার দেশের মানুষকে ঘরে থাকার আহবান জানাচ্ছেন। আমিও বলবো বরিশালবাসী আপনারা ঘরে থাকুন। কারন বিশ্বের উন্নত ও ক্ষমতাধর দেশ আমেরিকা, ইটালি, স্পেনও এই মরণব্যাধি করোনার সাথে মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের এখানে একবার এটা মহামারি আকার ধারণ করলে কি হবে তা কল্পনাতীত। কিন্তু আমরা এখন পর্যন্ত যে ভালো আছি, তা শুধু সচেতনতার কারণে। শেষ পর্যন্ত ভালো থাকতে হলে সবাইকে ঘরে থাকতে হবে, জনসমাগম এরিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে।
রোবাবর (১২ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর আলকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম।
বিতরণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সদর আসনের ১০ হাজার পরিবারকে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। এর মধ্যে ৫ হাজার নগরীর এবং ৫ হাজার পরিবার সদর উপজেলার। এছাড়াও তার নিজস্ব তহবিল থেকে চালু করা খাদ্য সহায়তা হটলাইনে ফোন দিলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান। প্রয়োজনে সবার বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে, তবুও সবাইকে ঘরে থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষদের সহায়তার এই ত্রাণ সামগ্রি নিয়ে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ বা সুবিধা হাসিল করতে চায় তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কোন অন্যায়-অনিয়ম বরদাস্ত করা হবে না।
Leave a Reply