শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। কিন্তু বিএনপি দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায়। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “চেয়ারম্যান থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ক্ষমতাসীনরাও জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণকে বিশ্বাস করে কাজ করতে হবে।”
তারেক রহমান দাবি করেন, “বিএনপি একটি জনমুখী দল। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। স্বৈরাচারকে বিদায় করতে সব শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে, এটি ভুলে গেলে চলবে না। এখন জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
স্বাধীন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “বিএনপি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের ফলাফল যাই হোক, বিএনপি তা মেনে নেবে। বিএনপি বিশ্বাস করে, জনসমর্থনের ভিত্তিতে সরকার গঠনের সুযোগ পাবে।”
দেশের চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দেশীয় চিকিৎসকদের রোগীদের আস্থা অর্জন করতে হবে। রোগীদের বিদেশমুখী প্রবণতা কমাতে চিকিৎসকদের আরও মানবিক এবং দক্ষ হতে হবে। দেশের ভেতরেই বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “আমরা দেশকে উন্নয়নের নতুন ধাপে নিয়ে যেতে চাই। গণতন্ত্র এবং জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চাই। এজন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
Leave a Reply