রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরে চিনি ভেবে ইঁদুরের বিষ খেয়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরেক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সনিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তাড়াবাড়ির শফিকুল ইসলামের মেয়ে। অসুস্থ কথামণি একই উপজেলার বালিশা বাড়ির দুলালের মেয়ে। তার বয়স পাঁচ বছর।
কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, সকালে সনিয়া ও কথামণির বাবা-মা কর্মস্থলে যান। এমন সময় ফাঁকা বাসায় চিনি মনে করে এক শিশু আরেক শিশুকে ইঁদুরের বিষ খাইয়ে দেয়। এতে তারা গুরুতর অসুস্থ হলে প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পথে সনিয়ার মৃত্যু হয় এবং শিশু কথামণিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply