বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে বাকপ্রতিবন্ধী রাব্বী গাজী (২২) নামে এক যুবককে আধা কেজি গাঁজাসহ আটক করেছে নৌ-বন্দর পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে টার্মিনালে নোঙররত ঝালকাঠিগামী পুবালী-৭ লঞ্চ থেকে তাকে আটক করা হয়।আটক রাব্বি বরিশাল বন্দর থানার চারকাউয়া ইউনিয়নের বরইতলায় গ্রামের বাসিন্দা।
বরিশাল নৌ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লঞ্চ থেকে রাব্বিকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। কিন্তু রাব্বিকে জিজ্ঞাসাবাদ করে দেখা গেছে, সে বাকপ্রতিবন্ধী। এই কারণে পুলিশ ধারনা করছে, মাদক বিক্রেতারা যুবককে ব্যবহার করে গাঁজা পাচারের সুযোগ নিতে চাইছিল।
এ ঘটনায় আটক রাব্বিকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply