শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদারীপুরের কালকিনিতে চাচীর যন্ত্রণা সইতে না পেরে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১১ জুলাই) বিকালে ওই গৃবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আন্ডারচর গ্রামের কাঞ্চন হাওলাদারের মেয়ে স্বর্ণা আক্তারের সঙ্গে একই এলাকার আমির সরদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বর্ণা আক্তার বিভিন্ন সময় বাবার বাড়িতে যাওয়া-আসা করেন।
তারই ধারাবাহিকতায় স্বর্ণা আক্তার কিছুদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে যান। কিন্তু স্বর্ণার চাচী নাজমা বেগম বাড়িতে বসে বিভিন্ন সময় কারণে-অকারণে স্বর্ণা আক্তারকে জ্বালা-যন্ত্রণা করেন।
এ যন্ত্রণা সইতে না পেরে শনিবার দুপুরে স্বর্ণা তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে নিহতের পরিবার জানায়।
অভিযুক্ত নাজমা বেগম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে স্বর্ণা বিনা কারণে চড়-থাপ্পড় দিয়েছে। তাই তাকে তার পরিবারের লোকজন আমার কাছে ক্ষমা চাইতে বলে। এ ক্ষমা চাইতে বলায় লজ্জায় স্বর্ণা আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, চাচির সঙ্গে ঝগড়া করে স্বর্ণা আত্মহত্যা করেছে বলে জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply