বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই সন্তানের জননীকে গণধর্ষণের চেষ্টা করেছে দুই বখাটে। কিন্তু ঘুম ভেঙে গেলে এক ধর্ষকের হাত কামড়ে দিয়ে চিৎকার শুরু করেন তিনি।
এতে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনার পর ভুক্তভোগী পুলিশে জানালে পুলিশ দুই বখাটেকেই গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলমদিনা এলাকার অস্থায়ী বাসিন্দা স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী মো. খাদিজা বেগম (৪৬) গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এক সন্তানসহ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই এলাকায় অস্থায়ীভাবে বসবাসকারী মো. মুনছুর আলী (৩৫) ও মো. ওমর ফারুক (১৮) তার ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় গৃহবধূ ধর্ষক মুনছুর আলীর হাত কামড়িয়ে মুক্ত হয়ে চিৎকার শুরু করলে বখাটেরা পালিয়ে যায়। বুধবার সকালে ভুক্তভোগী খাদিজা বেগম এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মুনছুর ও ওমর ফারুককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মুনছুর রাঙামাটি জেলার কাউখালী থানার রানীরহাট এলাকার সিরাজ মিস্ত্রির ছেলে এবং ওমর ফারুক আবদুল মালেকের ছেলে।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুই সন্তানের জননী খাদিজার এক ছেলে চট্টগ্রামে কাজ করেন। ছোট মেয়েকে নিয়ে তিনি জঙ্গল সলিমপুরে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বখাটে মুনছুর ও ওমর ফারুক তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তিনি ধর্ষক মুনছুরের হাত কামড়ে চিৎকার করে কোনো রকম রক্ষা পান। খবর পেয়ে আমরা দুই ধর্ষককে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে মামলা দায়ের (বুধবার রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় মামলার এজাহার প্রস্তুত হচ্ছিল) হবে।
Leave a Reply