সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ ২০২৪ ওয়াইআর-৪ নামের এক মহাজাগতিক শিলাখণ্ড ২০৩২ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, এর সংঘর্ষের সম্ভাবনা ১ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে।
নাসার তথ্য অনুযায়ী, যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে, তা হলে এর বিস্ফোরণের শক্তি হবে প্রায় ৮ মিলিয়ন টন টিএনটির সমান। এতে প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। বিজ্ঞানীরা সম্ভাব্য আঘাত হানার অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের কয়েকটি এলাকা চিহ্নিত করেছেন।
ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর।
অ্যারিজোনার লওয়েল অবজারভেটরির বিশেষজ্ঞ টেডি কারেটা বলেন, “আঘাতের সম্ভাবনা এখনো কম। তবে যদি সেটি সত্যি হয়, আমরা আগে থেকেই মানুষকে সরিয়ে নিতে পারব।”
গ্রহাণুটির আকার ১৩০ থেকে ৩০০ ফুটের মধ্যে। এটি ২০২৪ সালের ডিসেম্বরে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি থেকে প্রথম শনাক্ত করা হয়। বর্তমানে এটি টরিনো স্কেলে ৩ নম্বর পর্যায়ে অবস্থান করছে, যা ২০০৪ সালের অ্যাপোফিসের পর সর্বোচ্চ সতর্কতা।
জাতিসংঘের ‘প্ল্যানেটারি ডিফেন্স প্রটোকল’ ইতিমধ্যেই সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে নাসার ‘কাইনেটিক ইমপ্যাক্ট’ পদ্ধতি ব্যবহার করে এর গতিপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
Leave a Reply