রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা, দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ রব হাওলাদারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিসদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেন জেরিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply