শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাসকে পূজি করে বরিশালের গৌরনদীর টরকী বন্দরে অধিক মূল্যে পিয়াজ বিক্রি করায় শুক্রবার সকালে আরত মালিক রিপন সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ ছাড়াও তিনি বন্দরের বাজার মনিটরিং করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গত কয়েক দিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী করোনাভাইরাসকে পূজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য অধিক মূল্যে বিক্রি করছে। খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতুত্বে টরকী বন্দরে অভিযান চালায়।
এ সময় ৪০ টাকার পিয়াজ ৬০ টাকা বিক্রি করায় রিপন বানিজ্যালয়ের মালিক রিপন সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, এ অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply