বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি : মারধরের ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর বুধবার দুপুরে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলা হাসপাতালের মধ্যে।হামলার স্বীকার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের মরিয়ম বেগমের মা টুলু বেগম জানান, গত দুইদিন পূর্বে তার মেয়ে জামাতা গৌরনদীর লক্ষণকাঠী গ্রামের কালাম তালুকদারের পুত্র আলামিন যৌতুকের দাবিতে মরিয়মকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গুরুত্বর অবস্থায় মরিয়মকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বৃস্পতিবার দুপুরে আলামিনের পিতা কালাম তালুকদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে প্রবেশ করে পূনঃরায় মরিয়মকে মারধর করে আহত করে।
মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে পৌঁছার পূর্বেই হামলাকারীরা পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply