বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী (১৫)কে অপহরণের চেষ্টা করেছে বখাটে ৪/৫ যুবক। এ সময় ইমরান হোসেন ডিয়ার (১৯) নামের এক বখাটেকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে অভিযুক্ত ইমরান হোসেন ডিয়ারের নামোল্লেখসহ বখাটে ৫ যুবককে আসামি করে ভোররাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ইমরান আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামের মোঃ আলম সরদারের ছেলে।
গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, স্কুলে আসা- যাওয়ার পথে নবম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিলো বখাটে ইমরান হোসেন ডিয়ার। প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে ডিয়ার ওই স্কুলছাত্রীকে অপহরণের হুমকি দেয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর মা-বাবা প্রতিবেশীর বাড়িতে যায়।
এ সুযোগে ইমরান হোসেন ডিয়ারের নেতৃত্বে বখাটে ৪/৫ যুবক ওই স্কুলছাত্রীর পড়ার রুমে প্রবেশ করে ছাত্রীর মুখে কাপড় দিয়ে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। কাপালিবাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আধাকিলোমিটার দূরত্বে গেলে ওই ছাত্রী স্থানীয় ২/৩ জনের কাছে বিষয়টি বলে। এ সময় ৩/৪ অপহরণকারী পালিয়ে গেলেও স্থানীয়রা ইমরান হোসেন ডিয়ারকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে অভিযুক্ত ইমরান হোসেন ডিয়ারের নামোল্লেখসহ বখাটে ৫ যুবককে আসামি করে বৃহস্পতিবার ভোররাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ডিয়ারকে দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। একই সময় জবানবন্দি জন্য ওই ছাত্রীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply