শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি:মানবদেহের অন্যতম মৌলিক উপাদান রক্ত। রক্তের অভাবে অনেক সময় অকালে ঝরে পড়ে তাজা প্রাণ। “করবো মোরা রক্তদান, বাঁচাবো রোগীর প্রাণ। হাসি মুখে রক্তদান, করে যাবো অবিরাম” স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন বরিশালের গৌরনদীতে ‘‘গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব’’ (জিবিডিসি) এর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন ধারা সংগঠনের আয়োজনে গত সোমবার ও মঙ্গলবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।গৌরনদীর একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘‘লাল ভালোবাসা ব্লাড ডোনার্স ক্লাব’’ (এলবিবিডিসি) এর সার্বিক সহযোগিতায় গত ৮ই এপ্রিল (সোমবার) টরকী বন্দর ন্যাশনাল ব্যাংকের নিচে ফাতেমা টেলিকমের সামনে ও গতকাল (মঙ্গলবার) সরকারী গৌরনদী কলেজ মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আবদুল্লাহ হেলথ কেয়ার লিমিটেডের এর অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে তাদের এ ক্যাম্পেইন চলে।
এতে শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের উপকারিতা, হেপাটাইসবি ভাইরাস জনিত সমস্যা, মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা সম্পর্কে ধারণা দেওয়াসহ আগতের মধ্যে রক্তদানের উপকারিতা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আরিফিন রিয়াদ, লাল ভালোবাসা ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এস.এম মিজান,এডমিন মোল্লা ফারুক হাসান, নতুন ধারা সংগঠনের সভাপতি কাজী সুজনসহ গৌরনদীর বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের অর্ধশতাধিক সদস্য কর্মসূচিতে অংশ নেন।
Leave a Reply