শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত
গৌরনদী প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামে আলাল খান নামের এক ওম্যান প্রবাসীর বাড়িতে রোববার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা প্রবাসীর ঘর থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও দামী ১টি মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের ওম্যান প্রবাসী আলাল খানের স্ত্রী সোহেদা বেগমের (৪০) জানান, রোববার আনুমানিক রাত দেড়টার দিকে সংঘবদ্ধ মুখোশধারী ৫/৬ জন ডাকাত সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে মুখে কসটেপ দিয়ে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, দামী ১টি মোবাইল ফোন, ২টি টর্চলাইটসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি গৌরনদী থানা পুলিশকে অবহিত করা হলে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই জানান, ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোরচক্র চুরি সংঘঠিত করেছে। এটা ডাকাতির ঘটনা নয়।
Leave a Reply