শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন পালরদী গ্রামের মাদক ব্যবসায়ী বাবু হাওলাদার (২০) দলবল নিয়ে শনিবার হামলা চালিয়ে দেবর ও ভাবিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুইজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত কমলা বেগমের স্বামী আসগর আলী হাওলাদার বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। শনিবার রাতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত লিটন হাওলাদার (২৫) অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ী বাবু হাওলাদার জামিনে বের হয়ে আসার পর শনিবার বিকেলে তার নেতৃত্বে ১২/১৩ জন মাদক সেবী সন্ত্রাসী ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে ঢুকে আমি কেন তাকে ধরিয়ে দিয়েছে বলেই অতর্কিতভাবে আমার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে।
এ সময় আমার বড় ভাবি কমলা বেগম আমাকে রক্ষায় এগিয়ে এলে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। সন্ত্রাসীরা এ নিয়ে বাড়াবাড়ি করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে হুমকি দিয়ে চলে যায়। বাড়ির লোকজন ও স্বজনরা আমাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কমলা বেগম অভিযোগ করে বলেন, আমি দেবর লিটনকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে জখম করে আমার গলার স্বের্নের চেইন ছিনিয়ে নেন।
স্থানীয় মোঃ আলী আকবর হাওলাদার (৪৮),হারুন আর রশিদ (৩৫)সহ কয়েক জন জানান, মাদক ব্যবসায়ী বাবু হাওলাদার দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সে এলাকার যুবকদের বিপদগামি করছে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই মাদকাসক্ত সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়। তার ভয়ে কেউই মুখ খুরতে সাহস পাচ্ছে না।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় আহত কমলা বেগমের স্বামী আসগর আলী হাওলাদার বাদি হয়ে প্রধান আসামি বাবু হাওলাদারসহ ৫ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই রাতে উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে এজাহার ভূক্ত একজনকে গ্রেপ্তার করেছে।
Leave a Reply