সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সুমন তালুকদার, স্টাফ রিপোর্টার॥ বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামে মরহুম শাহ সুফী মাওলানা হাবিবুর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকীতে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষ্যে কোমলমতি শিশুরে নিয়ে হামদ, নাত ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাপানিয়া গুয়াবাড়ী জামে মসজিদ মাঠে স্থানীয় অর্ধশতাধিক শিশুদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে মাহফিল কমিটির সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে শিশুদের মাঝে ইসলামী বই বিতরণ করেন স্থানীয় সমাজসেবক মোঃ লোকমান হোসেন আকন, আব্দুর রহিম হাওলাদার, মোঃ ইলিয়াস হোসেন, দাদন আলী মিয়া, সাইদুর রহমান, ইউপি সদস্য জসিম উদ্দিন হাওলাদার, মাওলানা ওবায়দুল্লাহ আল মাসুদ, মাওলানা আনিচুর রহমান সহ অন্যান্যরা।
একইদিন রাতে মাহফিলে গুরুত্বপূর্ন ধর্মীয় আলোচনা পেশ করেন নরসিংদীর আব্দুল্লাহ কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফ্তি হাবিবুর রহমান সিদ্দিকী, ঢাকা দারুল আরকাম ইসলামিক একাডেমীর পরিচালক মাওলানা মুফ্তি মোঃ আমিনুর রহমান আমিনী।
Leave a Reply