মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি:প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করে বাস্তবায়নযোগ্য স্কীম ও উন্নয়ন কর্মসূচির অগ্রাধিকার নিরুপনের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উত্তর বিল্বগ্রাম সালেহবাগ হিযবুল্লাহ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দশটি ইউনিয়নের ৩০জন ইউপি সদস্য, সদস্যা ও ইউপি সচিবসহ ইউনিয়নের সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন জেলার দুইবারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউপি সচিব মাহতাব হোসেন, ইউপি সদস্য নুর আলম সরদার, বিপ্লব বাবুল রায়, হাসান আল মামুন প্রমুখ।
Leave a Reply