বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি ।। করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা বরিশাল জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন। তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে এগিয়ে এসেছেন বরিশালের গৌরনদী উপজেলার ২নংবার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর আওয়ামীলীগ নেতৃবৃন্দ এর উদ্যোগে অসহায় কর্মহীন মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ।
সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে গৌরনদী উপজেলা ২নং বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতারা হলেন মোঃ আলী হোসেন বেপারী, বাচ্চু মুন্সী, মনির মোল্লা, মনির ঘরামী, রবিউল, বাপ্পি মোল্লা, রিয়াদ মুন্সী,সালাম সেরিনিয়াবাদ, মোশারেফ ফকির ও চান মিয়া মুন্সী উপস্থিত থেকে বিতরণ করেন গৌরনদীর ২ নং বার্থী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩০০টি পরিবারের মাঝে বিতরণ করেন জনপ্রতি চার কেজি চাল, এক কেজি মসুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি লবন ও দুইটি সাবানসহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দিয়েছেন। এই মহতী উদ্যোগের জন্য সর্বমহলে প্রশংসা পেয়েছেন তিনি।
Leave a Reply