বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্বামী ও শাশুড়ির শারীরিক-মানসিক নির্যাতনের মধ্যেই এক গৃহবধূকে (২৫) প্রতিবেশি যুবকের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে দায়িত্ব দিয়েছে পুলিশ।
এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক আবদুর রহমান জানান, বিষয়টি মিমাংসার জন্য ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৪ আগস্টের মধ্যে মিমাংসা না হলে পরদিন উভয়পক্ষকে থানায় ডাকা হবে। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার হিন্দুপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। ভুক্তভোগী নারীর অভিযোগ, ১২ বছর আগে তার বিয়ে হয় শংকর রাজভরের সঙ্গে। তাদের দুই ছেলে-মেয়ে। মাদকাসক্ত স্বামী কোনো কাজ করে না। বাধ্য হয়ে তিনি লোকের বাড়িতে ও কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বাইরে কাজ করতে গেলে শ্বশুরবাড়ির লোকজনের কু-মন্তব্য ও নির্যাতন নেমে আসে তার ওপর।
এদিকে প্রতিবেশী আবুল কালামের ছেলে নয়ন মিয়া (২৪) তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। সম্মতি না দেওয়ায় সে এলাকায় ওই নারীর নামে কুৎসা রটিয়ে দেয়।
গৃহবধূর অভিযোগ, গত ৭ আগস্ট শ্বশুরবাড়ির লোকজন মারপিট করলে তিনি থানায় অভিযোগ দেন। এরপর উত্যক্তকারী নয়নের উসকানিতে স্বামী ও পরিবারের অন্য সদস্যরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।
পরদিন (৮ আগস্ট) সবাই মিলে তাকে আবারো বেদম মারধর করে। এরপর তিনি স্বামী শংকর রাজভর, শাশুড়ি টুলটুলি রাজভর ও প্রতিবেশী নয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
Leave a Reply