বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাছ কাটতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাটির নিচ থেকে উদ্ধার করা হলো মুক্তিযুদ্ধের সময়কার মরিচাধরা কিছু অস্ত্র-শস্ত্র। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় মাজারের পাশে একটি গাছ কাটার সময় এসব অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি স্ট্যানগান, একটি ম্যাগজিন ও একটি প্লেইম থ্রোআর রয়েছে। এগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় মরিচা ধরে গেছে। সরাইল থানার ওসি নাজমুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার আমিনপাড়া এলাকার করিম উদ্দিন শাহ্ (র.) মাজারের পূর্বপাশে একদল কাঠুরে গাছ কাটার জন্য মাটি খুঁড়ছিলো। কয়েক ফুট খোঁড়ার পর তারা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি স্ট্যানগান, একটি ম্যাগজিন ও প্লেইম থ্রোআর দেখতে পান।
কাঠুরেরা বিষয়টি শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জীকে জানান। চেয়ারম্যান সরাইল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।
শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জী বলেন, ‘আমার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন। তার কাছ থেকে এবং এলাকার অন্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি আমাদের শাহবাজপুর এলাকার বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ হয়েছিল। যে জায়গা থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেখানেও যুদ্ধ হয়েছিল। আমি এগুলো মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখার দাবি জানাচ্ছি।
সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, অস্ত্রগুলো মরিচা ধরা। উদ্ধার হওয়া অস্ত্র-ম্যাগজিন মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে। তিনি জানান, অস্ত্রগুলো সরকারি মালখানায় রাখা হয়েছে।
Leave a Reply