সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
গলাচিপা প্রতিনিধি॥ গলাচিপার ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে স্থানীয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা। এ ঘটনায় ড্রেজার ব্যবসায়ী মাহমুদ হোসেন বাদী হয়ে ১০ জনের নামে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৩১ মে সন্ধ্যার দিকে। এ ঘটনায় দুষ্কৃতকারীদের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মোয়াজ্জেম, মিলজার হোসেন, সজল মৃধা, হাকিম আলী খা ও জামাল খা। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেমকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ মে সন্ধ্যার দিকে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পক্ষিয়া গ্রামের খলিফা বাড়ির খেয়াঘাটের কাছে ড্রেজার নিয়ে কাজের উদ্দেশ্যে উপজেলা চরকাজল এলাকায় যাওয়ার সময় ট্রলার দিয়ে ড্রেজার টির পথ আটকে দেয়।
এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ড্রেজারের ম্যানেজার মো. মোয়াজ্জেম, ড্রাইভার মিলজার হোসেন, স্টাফ সজল মৃধা, হাকিম আলী ও জামাল খাকে ভয় দেখিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে।
এ সময় দুষ্কৃতিকারী সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মজিরবর মৃধা, দুধা গাজী, মোহন হাওলাদার, খোকন হাওলাদার, তাহের গাজী হোসেন গাজী, রুবেল হাওলাদার, সোহেল গাজী, রাবিক গাজী, পলাশ গাজী নেতৃত্বে ড্রেজারের স্টাফদেল মারধর ও লুটপাট চালানো হয়। লুটেরা নগদ একলাখ ৫০০ টাকা, তিনটি মোবাইল, ড্রেজাজেরের দুইটি সেলফ ব্যাটি, মেশিনের সেফল একটি, ডিজেল ভর্তি দুইটি ড্রাম নিয়ে যায়। হামলায় ড্রেজারের বিভিন্ন অংশ ভাংচুর করা হয়।
এ বিষয় জানার জন্য অভিযুক্ত সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মো.মজিবর মৃধার মোবাইলে একাধিবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুর ইসলাম বলেন, আদালতের মামলার কপি এখনো আমরা পাইনি। আদালতের নির্দেশ কপি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply