বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইন্তাজ আলী আপত্তিকর অবস্থায় হাতানাতে ধরা খেয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার আড়পাড়া গ্রামের এক গৃহবধূর ঘর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘ দিন ধরেই পরকিয়া প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন ইউপি মেম্বার ইন্তাজ আলী। মঙ্গলবার রাতে তিনি সেই বাড়ি গেলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় আটক করে।
পরে সকালে পুলিশ ইন্তাজ আলীসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে যায়। এরপর ওই গৃহবধূ অবশ্য বাদি হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।
এই মামলায় ইউপি মেম্বারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ধর্ষণের মামলা হয়েছে। কিন্তু এটি পরকীয়া প্রেমের সম্পর্ক।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ এনেছেন। তাই শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply