মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গতানুগতিক ধারায় মাদক নির্মূল করা যাবেনা। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল মাদক নির্মূল করা সম্ভব। এজন্য প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করা যেতে পারে। যে কোন সমস্যা দানা বাঁধার পূর্বেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা গেলে সেই সমস্যা সমাধাণ করা যায়।
এজন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার আয়োজনে থানা কম্পাউন্ডে ওপেন হাইজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। তিনি আরো বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশী সেবা বঞ্চিতদের কথা শুনতে চাই।
বিশেষ করে যে কোন পুলিশ সদস্য যদি আইন পরিপন্থী কিংবা অন্যায় কাজে যুক্ত থাকে তাদের ব্যাপারে সঠিক তথ্য জানতে চাই। তিনি বলেন, ওপেন হাউজ ডে-তে প্রতিমাসে একবার আমরা জনগণের মুখোমুখী হই। এটাও এক ধরণের জবাদিহিতা। তিনি আরো বলেন, পুলিশের কোন সদস্য যদি অনৈতিক সুবিধা নেয় কিংবা নেয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ডিসি (উত্তর) খাইরুল আলম, এডিসি উত্তর আবুল কালাম আজাদ, এসি (কাউনিয়া) আঃ হালিম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অফিসার ইনচার্জ (কাউনিয়া থানা) মোঃ আজিমুল করিম, টিআই (বিএমপি) বিদ্যুৎ কুমার, ইন্সপেক্টর (অপারেশন) হিরন্ময় সরকার। বিএমপি কমিশনার বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, কিশোর গ্যাং কালচার দমন করতে কমিউনিটি পুলিশিং সদস্যদের আরো বেশি সক্রিয় দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া প্রত্যেক অভিভাবককে তার সন্তানের বিষয়ে সজাগ থাকার পাশাপাশি নিজেদের সচেতন হতে হবে। উপস্থিতিদের মন্তব্যের উত্তরে তিনি বলেন, ভালো কাজের উৎসাহ দেয়া ভাল, কিন্তু খারাপকে উৎসাহিত করা সমাজের জন্য কল্যাণকর নয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড/ইউনিয়নের কাউন্সিলর/মেম্বরবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
Leave a Reply