মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: নদী পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।শনিবার (২০ জুলাই) সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মতো এত সম্প্রীতি কোথাও নেই। আমরা যেভাবে তাদের উৎসবে যাই, তারা আমাদের উৎসবে আসে সে নজির পৃথিবীর কোথাও নেই। পরে তিনি নবীগঞ্জে বন্যায় আক্রান্ত কুশিয়ারা নদীর পারকুল এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন।
Leave a Reply