শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা-মধ্যকড়াপুরে সুগন্ধা নদীর মাঝে অবৈধ ড্রেজার দিয়ে বালুর রমরমা ব্যবসা চলছে। ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ( পেয়ারা বাগান) ফিটার স্কুল এর সামনে দীর্ঘ ৫ মাস ধরে এ অবৈধ ব্যবসা করেছে একই ওয়ার্ডের দুই ব্যাক্তি। ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির মৃত শাজাহান তালুকদারের পুত্র সোহেল তালুকদার ও একই ওয়ার্ডের মোশারেফ হাওলাদারের পুত্র শাহীন। তারা ফিটার স্কুল এর সামনে দীর্ঘদিন যাবৎ বাংলা ড্রেজার দিয়ে বোর্ডের মাধ্যমে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে অবাধে দিন-রাত চলছে এ অবৈধ ব্যবসা। যোগসাজশে বাংলা ড্রেজার দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে লিপ্ত রয়েছে বালুখেকোরা। প্রায় শতাধিক শতাংশ ফসলি জমিতে এই বালু ফেলে ভরাট করা হয়েছে।
এতে করে ফসলি জমি কমে আসছে বলে জানিয়েছেন সেখানাকার স্থানীয়রা। এলাকাবাসী বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও তা কোনো কাজে আসছে না বলেও অভিযোগ রয়েছে।বিষয়টি নিয়ে সোহেল তালুকদারের সাথে মুঠোফোনে কথা হয়। অপরপ্রান্ত থেকে সেল ফোনে জানান, তিনি বালুর ব্যবসা করেন তবে কোনো কাগজপত্র নেই ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিবুর রহমান বলেন, ইউনিয়নে এতদিন ধরে অবৈধ ড্রেজার চলছে তা আমার জানা নেই। যেহেতু আপনার মাধ্যমে জানতে পেরেছি । খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।
Leave a Reply