কুয়াকাটায় উন্মুক্ত করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে দিনমজুর হত্যাকাণ্ড: শুটার রানা গ্রেপ্তার সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত: প্রেস সচিব কাঁঠালিয়ায় ভিমরুলের কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারতবিরোধী বার্তা নির্বাচনে বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায় অজনপ্রিয় দল: মির্জা আব্বাস এমবিবিএস-বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ: হাইকোর্টের রায় আগামীকাল ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব, আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আশা ওবায়দুল কাদেরের কললিস্ট ভাইরাল! আছে যেসব মডেল-অভিনেত্রীর নাম শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বরিশাল একতলা লঞ্চঘাট প্রবেশ দ্বারে পথচারীদের ভোগান্তি




কুয়াকাটায় উন্মুক্ত করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য

কুয়াকাটায় উন্মুক্ত করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য

কুয়াকাটায় উন্মুক্ত করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য




কলাপাড়া প্রতিনিধি॥ মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল দেশে পদার্পণের শুভক্ষণে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে কুয়াকাটা সমুদ্রসৈকতে নির্মিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক বালু ভাস্কর্য পর্যটক এবং নতুন প্রজন্মের জন্য আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত করা হয়েছে।

 

 

পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগের নির্মিত বালুর ভাস্কর্যটি আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

 

 

এ সময় তিনি বলেন, বাঙালি জাতি ও বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু ১০১ বছর আগে জন্মগ্রহণ করেছেন টুঙ্গিপাড়ায়। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধুর মতো একজন নেতার জন্ম হয়েছে বাংলাদেশে। তার যৌবনের অধিকাংশ সময় কাটিয়েছেন জেলখানায়, দেশের জন্য ভালোবাসা ছিল বহুগুণ।

 

 

গত এক সপ্তাহ ধরে খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৬ শিক্ষার্থী বঙ্গবন্ধুর ভাস্কর্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তৎকালীন ঐতিহাসিক দৃশ্য, ৬৯ সালের গণ-অভ্যুত্থানের স্মৃতিময় করুণ মুহূর্তগুলো সুনিপুণ হাতের ছোঁয়ায় স্পষ্ট হয়ে উঠেছে বেলাভূমির এ ভাস্কর্যে। একই সঙ্গে ভাস্কর্যে তৎকালীন স্লোগান- ‘রক্ত দিয়ে নাম লিখেছি, আমার সোনার বাংলা, জয় বাংলা, আমার মায়ের ভাষা ও রাষ্ট্র ভাষ বাংলা চাই….’ খোদাই করা হয়েছে।

 

 

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমানসহ জেলা ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খান মোশাররফ হোসেন, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক, কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লাহ প্রমুখ।

 

 

ভাস্কর্য উদ্বোধনী শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়ামোনাজাত করা হয়। ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক এই ভাস্কর্যটি ১৭ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত পর্যটক ও নতুন প্রযন্মের জন্য উম্মুক্ত থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে। বালু ভাস্কর্যে পাশের মঞ্চে স্থানীয় শিল্পিদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD