বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার চেষ্টায় জখম করার মামলায় গত বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম দুই যুবককে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জড়িমানার রায় প্রদান করেছে।
অনাদায়ে আরো দুই মাস কারাদন্ড ঘোষনা করেন। অসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। আদালতের পেশকার জানান, আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের কালাচান কাজীর ছেলে নিজাম কাজী (৩০)ও নন্দনপট্রি গ্রামের মোস্তফা কাজীর ছেলে রনি কাজী (২৫)। ২০১৫ সালের ৮ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে রামসিদ্ধি বাজার এলাকায় সবুজ কাজীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে নিজাম কাজী ও সহযোগী রনি কাজী।
এ ঘটনায় পরের দিন সবুজ কাজীর বড় ভাই নুর ইসলঅম কাজী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গত ১২ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুল ইসলাম আদ;ালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহন শেষে তথ্য প্রমানের ভিত্তিতে প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে।
Leave a Reply