রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে আলোচিত কিশোর গ্যাং গ্রুপের কবির সেখের উপর হামলা মামলার প্রধান দুই আসামি হাসান ও হোসাইন পুলিশ রিমান্ডে।
জানা গেছে, গত ৬ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার ছোট বিড়ালজুড়ী গ্রামে নদীর পাড়ে কাঠালিয়া কালভার্ট সংলগ্ন কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ মাদক সেবন ও বেচাকেনায় ব্যস্ত ছিলেন।
এসময় একই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে কবির হোসেন শেখ (৫৫) নদীর পাড় থেকে বাড়ি ফেরার সময় তাদেরকে মাদক বেচাকেনা ও সেবনে বাধাদেয়। এসময় কিশোর গ্যাং ৪/৫জন সদস্য অতর্কিতভাবে হামলা চালায়। এতে বৃদ্ধ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এলাকাবাসী উদ্ধার করে তাকে কাউখালী হাসপতালে ভর্তি করে। ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসেন এবং মামলা রুজু করেন।ওই মামলার ১ ও ২ নং আসামি ছোট বিড়ালজুড়ী গ্রামের বাদশার হাওলাদারের ছেলে হাসান(১৬), হোসাইন(১৭) গতকাল ১৮ জুলাই পিরোজপুর আদালত হাজির হলে জামিন নামঞ্জুর করে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণ করেন এবং কাউখালী থানা পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
বর্তমানে তাদের কাউখালী থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বনি আমিন। এরআগেও কাঠালিয়া গ্রামের বদিউজ্জামান খান পান্না নামের আরেক বৃদ্ধ কে কুপিয়ে মৃত্যু ভেবে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল ওই আসামিরা ওই মামলায় জামিনে বেড়িয়ে এসে আবারো এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে বলে জানিয়েছে এলাকাবাসী।
Leave a Reply