শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ॥ নতুন সংযোগ পেয়ে বিদ্যুতের আলোয় আলোকিত হলো দুই গ্রামের ৩২০ পরিবার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উত্তর নাচনাপাড়া গ্রামে শুক্রবার রাত আট টায় এবং বিকেল পাঁচটায় গৈয়াতলা গ্রামে নতুন এ বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। তিনি নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী, এজিএম আহসান কবির, উপজেলা কৃষকলীগের সভাপতি আখতাউর রহমান হারুন বক্তব্য রাখেন। গৈয়াতলা গ্রামে চার দশমিক ৫৩ কিমি এবং উত্তর নাচনাপাড়া গ্রামে এক দশমিক ৩৫ কিমি নতুন লাইন স্থাপন করে ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় পল্লী বিদ্যুত সমিতি নতুন বিদ্যুত সংযোগ প্রদান করল। উদ্বোধন অনুষ্ঠানে এমপি মাহবুবুর রহমান সুধী সমাবেশে বলেন, দেশ স্বাধীনের পরে বহু অগণতান্ত্রিক সরকার দেশের ক্ষমতা দখল করে শুধু নিজেদের আখের গুছিয়েছে।
আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের কল্যানে, জীবন-মানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যার বাস্তব প্রতিফলন আপনারা আজকে নতুন বিদ্যুতের সংযোগ পেলেন। তাই প্রতিদান হিসেবে আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। কারণ শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের বিস্ময়কর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বিকল্প নেই।
Leave a Reply