রবিবার, ১৮ মে ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ী ও এক অটোরিক্্রা চালকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জগৎবন্ধু মন্ডল এ জরিমানা করেন।
জানা যায়, কলাপাড়া পৌর শহরের সদর রোডে এলাকার বেকারী দোকানদার মো. নজরুল ইসলামকে পাঁচ শত টাকা, মুদি দোকানদার গাজী রিয়াজকে পাঁচ শত টাকা, চায়ের দোকানদার শুভকে পাঁচ শত টাকা ও অটোরিক্্রা চালক মো. মোস্তফাকে দুই শত টাকা জরিমানা করা হয়। ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
Leave a Reply