বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
মোঃ আর.এ শুভ।। স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পড়াশুনায় বাধা হয়ে দাড়িয়েছে প্রতিষ্ঠানটির পার্শ্বেই গড়ে উঠা অবৈধ স্থাপনা। সরেজমিনে গিয়ে লক্ষ্য করা যায় , বরিশাল নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ড পাওয়ার হাউজ সংলগ্ন স্থাপিত এ প্রতিষ্ঠানটির পার্শ্বে ব্যাঙের ছাতার মত গড়ে ওঠেছে বাস মেরামত’র ওয়ার্কশপ ।
ফলে প্রতিনিয়ত হাতুড়ি পেটানো বা লোহালক্কড় কাটার কর্কশ শব্দে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের চরম সমস্যা সৃস্টি হচ্ছে। পাশাপাশি ওয়ার্কশপের বিকট শব্দে শিক্ষার্থীদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে । যার ফলস্বরুপ শব্দ দূষণ সহ প্রতিদিন ক্লাস করতে এসে শিক্ষার্থীদের বিড়ম্বনা যেন চরম পর্যায়ে পোছে। প্রতিষ্ঠানটির পার্শ্বে ওয়ার্কশপটির কারনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও যেন ভোগান্তির অন্ত নেই। প্রতিনিয়ত বিকট শব্দে শিক্ষার্থীদের যেমন মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে ঠিক তেমনি শিক্ষকরা তাদের পাঠদান যথাযথভাবে সম্পন্ন করতে পারছেন না। ফলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা গ্রহন থেকে বঞ্ছিত হচ্ছে।
ইঞ্জিনিয়ারিং পড়ুয়া একাধিক শিক্ষার্থী জানান, আমরা প্রতিনিয়ত ক্লাস করতে এসে ওয়ার্কশপটির লোহালক্কড় কাটার কর্কশ শব্দে ঠিকভাবে ক্লাস করতে পারছি না। একদিকে আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে ফলে পরিপুর্নভাবে শিক্ষাগ্রহন সম্ভব হচ্ছে না । আর বিকট শব্দে আমাদের চরম ক্ষতি হচ্ছে।
আমরা বিভিন্ন সময় আমাদের বিষয়ভিত্তিক বাস্তব প্রশিক্ষন (প্রাকটিক্যাল) গ্রহন করে থাকি কিন্ত আমাদের ক্লাস চলাকালীন সময়েও এই ওয়ার্কশপটির কার্যক্রম তারা ইচ্ছামত পরিচালনা করছে যার ফলে আমাদের কারিগরি শিক্ষায় দীক্ষিত হওয়া যেন হুমকির মুখে পড়েছে।
শিক্ষক সহ শিক্ষার্থীদের একাধিক অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষা প্রতিষ্ঠান যদি শান্ত, নিরিবিলি পরিবেশে না হয় তবে শিক্ষার্থীরা কিভাবে শিখবে? বরিশাল আইডিয়াল পলিটেকনিক স্বুনামের সাথে দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছে কিন্ত বর্তমানে প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাড়িয়েছে সম্প্রতি গড়ে ওঠা এই অবৈধ স্থাপনাটি।
দ্রুত এ স্থাপনাটিকে যথাযথ কর্তপক্ষ উচ্ছেদ না করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফল সহ শারীরিক ক্ষতি সাধন হবে হবে জানান তারা। বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট’র কর্তৃপক্ষ জানায়, আমরা বিভিন্ন সময় ওয়ার্কশপ মালিককে আমাদের সমস্যা নিয়ে অবহিত করেছি।
কিন্ত কোন ফলাফল পাইনি। বর্তমানে ওয়ার্কশপটির কারনে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে ব্যপক সমস্যা সৃস্টি হচ্ছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি।
তবে ওয়ার্কশপটির মালিক আব্দুল কুদ্দুস দ্রুত তার প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য প্রতিশ্রুতি দেন।এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইসরাইল হোসেন জানান, স্কুল কিংবা কলেজ’র পার্শ্বে কোন ওয়ার্কশপ থাকতে পারেনা এতে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়। দ্রুত এ সকল স্থাপনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা সহ স্থাপনা সরিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply