সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের জাতীয়পার্টির প্রার্থী ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বলেন,আমি এমপি থাকাকালীন সময় নিজের অর্থায়নে দুই উপজেলার সকল হাট-বাজারের খাজনা মওকুফ ও স্কুল-কলেজ-মাদ্রাসা,শতশত কিলোমিটার রাস্তার,উন্নয়ন করেছি, পুল-কালভাট-ব্রিজ নির্মান করেছি। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়ে ছিল।
আমি আসন্ন একাদশ নির্বাচনে বাবুগঞ্জ-মুলাদীবাসী আমার লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি জনগনের জন্য নতুন চমক সৃষ্টি করবো এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। সোমবার দিনভর বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন,চাঁদপাশা ইউনিয়নের জুনিয়র হাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন মহাজোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু।
এ সময় মাধবপাশা ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু,মাধবপাশা ইউনিয়ন নির্বাচন কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বেপারী,সহ-সভাপতি কালাম তালুকদার,সাধারন সস্পাদক মোবাশ্বর,কালাম মাঝী,আলী রেজা, জামাল মোল্লা,শাহজাহান বাদশা,ছাত্র সমাজের নাদিম মাহমুদ প্রমূখ।অপরদিকে চাঁদপাশা ইউনিয়নের জুনিয়র বাজার,পোষ্ট অফিস হাট,কারিকর নগর এলাকায় পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পাটির সভাপতি মুকিতুর রহমান কিসলু,সাধারন সস্পাদক বাবুল আকন,যুগ্ন-সস্পাদক সেলিম হোসেন স্বপন,সাংগঠনিক সস্পাদক আলাউদ্দিন রাজ ও চাঁদপাশা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ মাস্টার,শহিদ মাস্টার,আনিচুর রহমান,যুবসংহতির সভাপতি জসিম রাঢ়ী প্রমূখ।
Leave a Reply