মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে মাছ ব্যবসায়ী মঙ্গল মন্ডলের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে ধর্ষককে ভিকটিমের বাড়ি থেকে শিকলবন্দি অবস্থায় গ্রেপ্তার করেছে উজিরপুর থানা পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ি গ্রামের মৃত শরৎ চন্দ্র মন্ডলের ছেলে মঙ্গল মন্ডল (৫০) পার্শ্ববর্তী নাথারকান্দি গ্রামের হতদরিদ্র এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ৬ মাস ধরে ধর্ষণ করে। এতে ওই কিশোরী শিক্ষার্থী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
কিছুদিন পূর্বে তার শরীরের অবস্থার পরিবর্তন দেখে পরিবারের লোকজন বিষয়টি জানার চেষ্টা করলে সে অকপটে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। এরপর ঘটনা এলাকায় চাউর হয়ে যায়।
গতকাল মঙ্গলবার লম্পট মঙ্গল মন্ডল পুনরায় ওই ছাত্রীর বাড়িতে আসলে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে তাকে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখেন।
আজ ওই ছাত্রীর বাবা উজিরপুর মডেল থানায় ওই লম্পটের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুপুরে উজিরপুর মডেল থানা পুলিশ ধর্ষক মঙ্গল মন্ডলকে ভিকটিমের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ধর্ষকের বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply