শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: টিকিট পাওয়ার যুদ্ধ শেষে এবার শুরু হলো বাড়ি ফেরার পালা। এ যেন আরেক যুদ্ধ। ট্রেনের আগাম টিকিটের প্রথমদিনের যাত্রায় কমলাপুর ষ্টেশনে মানুষের উপচেপড়া ভিড়। যাত্রীরা সময়মতো স্টেশনে আসলেও, বিভিন্ন ট্রেন দেরিতে আসে কমলাপুর স্টেশনে। ফলে স্টেশন ছাড়তেও দেরি দেড় থেকে দু’ঘণ্টা। এদিকে, মহাসড়কে বাড়তি চাপে দূরপাল্লার বাসও নির্ধারিত সময়ে টার্মিনাল ছাড়তে পারছে না।
ঘরমুখো মানুষের ঈদযাত্রার প্রথমদিন আজ। নির্ধারিত টিকিট থাকার পরও কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন পিড়াপিড়ি দৃশ্য ছিলো ভোর থেকেই।
এরপরেও নাড়ির টানে প্রিয়জনদের সাথে বাড়ি ফিরতেই হবে। পথের সব ক্লান্তি কেটে যাবে প্রিয়জনের মুখ দেখার সাথে সাথেই। তাই হাসিমুখেই মেনে নিতে রাজি ঘরমুখো মানুষের এই ঢল।
এদিকে, প্রথমদিনেই এমন সিডিউল বিপর্যয়ের কারণের সঠিক জবাব দিতে পারলেন না স্টেশন ম্যনেজার। তবে, কিছুটা বিলম্ব হলেও যাত্রা নির্বিঘœ এবং শান্তিপূর্ণ করতে রেলওয়ের আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে, সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিলো যাত্রীদের ভিড়। নির্ধারিত সময়ে কোনো টার্মিনাল থেকেই বাস ছাড়েনি। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে পড়ে যাত্রীরা।
আর পরিবহন সংশ্লিষ্টরা সড়কের বেহলা অবস্থা, ফেরি বন্ধ থাকা এবং মহাসড়কে তীব্র যানজটকে দুষলেন।
তবে, এবারের ঈদযাত্রায় দূরপাল্লার বাসে তেমন একটা যাত্রীর চাপ নেই। তাই এখনো কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে ঈদযাত্রায় বাসের টিকিট।
Leave a Reply