বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
পিরোজপুর সংবাদদাতা॥ বৈরী আবহাওয়া ও বৃষ্টি পাতের কারণে ইন্দুরকানীতে কচা ও বলেশ্বর নদীর জোয়ারের পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নদী তীরবর্তী ইন্দুরকানী বাজার সংলগ্ন চাড়াখালী খালের নির্মানা ধীন সেতু ও ডুবে গেছে। পানিতে ভাসছে নির্মান সামগ্রী।এছাড়া পানির তোড়ে বেড়ী বাধ ধ্বসে টগড়া গ্রাম তলিয়ে গেছে।
ইন্দুরকানী,পত্তাশী,কালাইয়া,চাড়াখালী,বালিপাড়া, চন্ডিপুর, কলারণসহ নদী তীরবর্তী বেশ কয়টি গ্রাম তলিয়ে গেছে। এতে নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছে ঝুকির মধ্যে। গ্রাম গুলোে জোয়ারের পানি ঢুকে ব্যবহাত হচ্ছে জন জীবন।
আষাড়ের প্রথম দিকে বৃষ্টি না থাকায় অস্থিতে ছিল মানুষজন, পরে প্রায় ১৫ দিন বাদে যখন বৃষ্ঠি শুরু হয় তখন ভাল লাগলেও বর্তমানে বঙ্গপসাগরে নিম্নচাপ থাকায় প্রচন্ড বৃষ্ঠি হচ্ছে উপকুলিয় জনপদে, এতে খেটেখাওয়া মুনষ গুলো পড়েছে মহা বিপদে, তেমিনি ভাবে গোখাদ্যের অভাব দেখা দিয়েছে গরু ছাগল, হাঁস, মুরগী, নিয়েও অসস্থিতে আছে গেরোস্তরা।
Leave a Reply