বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে দুই সরকারি কর্মচারীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সোমবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলা ভূমি অফিসের গাড়িচালক ইয়াসিন আলী ও উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম।
ঘোড়াঘাট থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ঘোড়াঘাটের ইউএনও ও তার বাবার ওপর হামলায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
Leave a Reply