সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ ‘তোমরা আমার মাইয়াডারে আইন্না দাও, আমি অরে ছাড়া বাঁচুম ক্যামনে, আমার মাইয়াডা রাইত জাইগা পড়ছে এবার মেট্রিক দিবে। এহন কে পরীক্ষা দিবে? অর বাপেরে মুই কী কমু’- এমন আকুতি করছিলেন বাস চাপায় নিহত এসএসসি পরীক্ষার্থী লামিয়ার মা মিনারা বেগম।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়।
নিহত লামিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ কাঁঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তিনি কাঁঠালিয়া গ্রামের প্রবাসী জসিমের একমাত্র মেয়ে। বোনের ছেলে হাসিব, বোন নূপুর ও একমাত্র মেয়ে লামিয়ার লাশ দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন মিনারা বেগম।
লামিয়ার খালু রায়হান জানান, মেধাবী ছাত্রী ছিল লামিয়া। তাকে নিয়ে সবাই স্বপ্ন দেখত। আগামী ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা থাকায় খালার সঙ্গে কেনাকাটা করতে এসেছিল আমতলী পৌর শহরে।
ঘটনা সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা মায়ের দোয়া (পটুয়াখালী- জ- ১১-০০১০ ) নামক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আমতলী এ.কে স্কুল সংলগ্ন স্পিড ব্রেকারের নিকট এসে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। পরে বাসটির চালক বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। চলন্ত অবস্থায় বাসটি পাশে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। পরে চালকহীন ঘাতক বাসটি সাত পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন- নূপুর (৩০), তার ছেলে হাসিব (১০) ও বড় বোনের মেয়ে এসএসসি পরিক্ষার্থী লামিয়া (১৫) নিহত হয়। এ সময় নিহত নূপুরের ছোট মেয়ে মমতা (০৬), শাহাবুদ্দিন (৫৬) ও গ্রাম্য চিকিৎসক জব্বার (৪০) প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয়।
Leave a Reply