বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার , গৌরনদী প্রতিনিধি // আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ উপলক্ষে উপজেলা প্রশাসন, মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগ শুক্রবার উপজেলা চত্বরে নারী মেলা র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান আইনজীবি সাহিদা আক্তার, বিনাপ্রতিদ্বন্ধীতায় নব-নির্বাচিত ভাইসচেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরোজ, মাহিলাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিনাত জাহান খান,
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বেলাল হোসেন, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গনসংযোগ কর্মকর্তা আব্দুস সালেক মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম। জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা সংগঠক মো. নুরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা কো-অডিনেটর বাবু সঞ্জয় কুমার ভদ্র,
মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার নারায়ন চন্দ্র দে-প্রমুখ। নারী মেলায় মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার নারীদের হাতে তৈরী বিভিন্ন সামগ্রীর ৮টি ষ্টল বসে।
Leave a Reply