শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিশোরগঞ্জ সদর উপজেলায় আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিন্নাটি ইউনিয়নে আউলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির দরিদ্র শ্রমজীবী পিতা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। অন্য ভাই-বোনও বাড়ির সামনে খেলাধুলা করছিল।
কিন্তু বেলা ১১টার সময়ও ওই শিশু কন্যা তার ছোট ভাইয়ের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় পাশের বাড়ির আব্দুল হেলিম (৫০) চুপিচুপি ঘরে প্রবেশ করে শিশুটিকে কোলে করে তুলে নিয়ে যায়। তাকে একটি নির্জন দু’চালা ঘরে নিয়ে মুখে চাপ দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্না শুনে লোকজন এগিয়ে গেলে ধর্ষক হেলিম পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় একই দিন রাতে শিশুটির মা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করেছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply