বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে সুরাইয়া আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সুরাইয়া একই এলাকার মো. বাদশা খানের মেয়ে।
সুরাইয়ার বাবা বাদশা খান জানান, তার স্ত্রী সুরাইয়াকে পাশে বসিয়ে ঘরের কাজ করছিলেন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজির একপর্যায়ে তাকে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
Leave a Reply