মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ ঋণগ্রস্থ হয়ে সিরাজ গোমস্তা (৪৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের শামচুল হক গোমস্তার পুত্র দুই কন্যা সন্তানের জনক সিরাজ গোমস্তা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছিলো। সম্প্রতি ওই ফার্মের প্রচুর মুরগী মারা যাওয়ায় তিনি হতাশাগ্রস্থ হয়ে পরেন।
এনজিও থেকে আনা ঋণের টাকা পরিশোধে দিশেহারা সিরাজ গোমস্তা সোমবার সন্ধ্যায় সবার অজান্তে নিজ ফার্মে বসে বিষপান করে।
গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পথে সিরাজের মৃত্যু হয়। নিহত সিরাজের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply