বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অভিযান চালিয়ে এক নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রিুয়ারি) বিকেল উপজেলা সদর থেকে তাকে আটক করে পুলিশের এন্ট্রি টেররিজম ইউনিট।
গ্রেফতারকৃত আটককৃত নব্য জেএমবি সদস্য আবু নাইম মোল্লা আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে উপজেলা সদরের একটি ওষুধের দোকানে চাকরি করতো। আগৈলঝাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) আফজাল হোসেন এই তথ্য নিশ্চিৎ করেছেন। তিনি জানান, ‘পুলিশের এন্ট্রি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস এর নেতৃত্বাধীন টিম অভিযান চালিয়ে আবু নাঈম মোল্লাকে গ্রেফতার করে।
তিনি জানান, নাঈম একজন নব্য জেএমবি সদস্য। ওষুধের দোকানে চাকরির আড়ালে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিল। ‘আমি মুসলিম’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো। এই ঘটনায় পুলিশের এন্ট্রি টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) সুজিৎ কুমার দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় আবু নাঈম মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply