মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র’র ভিত্তি প্রস্থর উদ্বোধন করেছেন উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার ঐতিহাসিক বেলতলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্থর’র উদ্বোধন করেন তিনি।
এর আগে পৌর শহরের ২নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ভিত্তি প্রস্থর’র উদ্বোধন করেণ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি। বেলা সোয়া ১১ টার সময় উপজেলার ৭৫ টি হত দরিদ্র পরিবারকে ১বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেককে ৩ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি। পরে বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮০ হাজার টাকার চেক ৩৬ জন দরিদ্র সাধারণ মানুষের মাঝে বিতরণ করেণ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ’রা উপস্থিত ছিলেন। মো. শাহে আলম এমপি উন্নয়ন’র ভিত্তি প্রস্থর’র উদ্বোধনের সময় বলেন,দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্র্দেশনায় তার নির্বাচনী এলাকার সকল পর্যায়ে অভূতপূর্ব উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার ইসলামের পতাকার পাহারাদার।
Leave a Reply