সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ অপ্রতিরোধ্য বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নাই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে অনুকরণীয় একটি দেশ হিসেবে পরিণত হয়েছে।
ভাসমান সব্জি চাষ এলাকা পরিদর্শন উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ সাজ্জাদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ সাজ্জাদুল হাসান বলেন, সুশীল সমাজ করোনা মহামারি নিয়ে যখন বিরূপ মন্তব্য করেছে, দেশ তখন কৃষিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। দেশ যখন করোনায় হিমশিম খাচ্ছে তখনও কিন্তু আমরা দেশের অর্থনীতিকে ধরে রাখতে পেরেছি। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, বর্তমানে আমাদের এখানে ভাসমান সব্জির চাষ হয় বর্ষা মৌসুমে, এখন ভাসমান চাষ খুবই কম, তবে আমরা কি অবস্থায় আছি তা দেখার জন্য আমি তাকে আহ্বান জানিয়েছি। মঙ্গলবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বাংলাদেশ বিমানের চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ সাজ্জাদুল হাসানের সম্মাননায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সভাপতি মো. নাজমুল হুদা স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহম্মদ সাজ্জাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান ৩নং দেউলবাড়ী দোবড়া চেয়ারম্যান মাস্টার মোঃ ওয়ালিউল্লাহ কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম।
Leave a Reply