অন্তবিভাগ চিকিৎসক পরিষদ’র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




অন্তবিভাগ চিকিৎসক পরিষদ’র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

অন্তবিভাগ চিকিৎসক পরিষদ’র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে করোনা মোকাবেলায় সামনের সারির সহযোদ্ধা শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত দায়িত্বপ্রাপ্ত বিভন্ন স্তরের চিকিৎসকবৃন্দ স্ব স্ব অবস্থানে থেকে চিকিৎসা সেবায় অবদান রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন আন্তবিভাগ চিকিৎসক পরিষদ।

 

আজ বুধবার (১৫ এপ্রিল ২০২০ ইং তারিখ) পরিষদের উপদেষ্টা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মোঃ বাকির হোসেন এবং সভাপতি ডা. সুদীপ কুমার হালাদার’র যৌথ স্বাক্ষরিত প্রেসবার্তায় এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন প্রেসবার্তায় আরো উলে¬খ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্বাবধায়নে সবার জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করতঃ এই মহামারি মোকাবেলায় সর্বতোভাবে স্বাস্থ্য সেবায় নিয়োজিত সবরা পাশে থাকার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল¬াহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা রোগীদের পাশে আছি সদা সর্বদা।

 

আগামী দিনগুলোতে আপাদের সেবাদান অব্যাহত থাকবে এই আবেদন রেখে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। প্রেসবার্তায় অন্তবিভাগ চিকিৎসক পরিষদ হাসপাতালের সেবক/সেবিকা (নার্স), ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

 

এর আগে সামাজিক দূরত্ব বজায় রাখতে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ডের সামনে গোল চিহ্ন এঁকে দেওয়ার পর চিকিৎসাসেবা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগটি বাস্তবায়ন করেন অন্তবিভাগ চিকিৎসক পরিষদ। প্রতিদিন ২০ জনকে এই খাদ্য সহায়তা ও বাড়ি ফেরার যাতায়াত বাবদ নগদ অর্থ দেওয়া হচ্ছে।

 

অন্তবিভাগ চিকিৎসক পরিষদের নেতাদের ও সদস্যরা ব্যক্তিগতভাবে জোগাচ্ছে। এর পাশাপশি আন্তবিভাগ চিকিৎসক পরিষদ ফান্ডে থাকা অর্থও খরচ করা হচ্ছে। যা চলবে করোনাভাইরাসের আপদকালীন পর্যন্ত।

 

চিকিৎসকদের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। উলে¬খ্য অন্তবিভাগ চিকিৎসক পরিষদের পাশাপাশি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোন ভাইরাস মোকাবেলায় বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করেছেন।

 

করোনা সংক্রান্ত হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে প্রতিদিন পরিচালক মহোদয়ের কার্যলয়ে সল্পপরিসরের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে কর্মপরিকল্পনা সভা হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য বার্তা ও সচেতনতামূলক বার্তা দেয়া হচ্ছে। চিকিৎসকরা কর্মস্থলে থেকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ডিউটি সময়ের বাহিরে মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করছেন।

 

হাসপাতালের পরিচালক, ২ জন উপ-পরিচালক ও ২ জন সহকারী পরিচালকের সম্বনয় গঠিত প্রশাসনিক টিম ২৪ ঘন্টা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন। ১৫০ শর্য্যার করেনা ইউনিট স্থাপনের পাশাপশি গুরুত্বর অসুস্থ্যদের জন্য ২৮ শয্যার ভ্যান্টিলেটার (আইসিইউ) ইউনিট চালু করা হয়েছে।

 

আইসোলিশন ইউনিটে ভর্তিকৃত রোগীদের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯সহ সব ধরনের। এখানকার জ¦র, হাচি-কাশির কর্ণার থেকে রোগীরা সর্বক্ষনিক চিকিৎসা সেবা গ্রহন করছেন এবং হাসপাতালে আগত সকলের প্রবেশের পূর্বে সাবান দিয়ে হাত-মুখ ধৌত করার নিয়ম চালু করা হয়েছে।

 

হাপসাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীর অংশ গ্রহনে করোনা প্রতিরোধক সেবামূলক কার্যক্রম পরিচালিত হওয়ায় তাদের প্রতি এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তবিভাগ চিকিৎসক পরিষদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD