মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকা থেকে মকবুর হোসেন (৩২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মকবুল কুড়িগ্রাম জেলার রাজীবপুর এলাকার কাদের মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার আটি পাচদোনা এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।
নিহতের খালাতো ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে রিকশা নিয়ে বের হন মকবুল। তারপর আর বাসায় ফিরেননি। পরে খোঁজাখুজি করে রোববার সকালে জানতে পারেন মকবুলকে গলা কেটে হত্যা করা হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান জানান, মকুবল রিকশা নিয়ে বের হয়েছিলো। রোববার সকালে রাজাবাড়ি এলাকায় তার লাশ পাওয়া গেলেও সেখানে রিকশাটি পাওয়া যায়নি।
লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা পর রাজধানীর গাবতলীর ঢাকা উদ্যানের পাশ থেকে রিকশাটি পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে, রিকশা ছিনতাই করতেই দুর্বৃত্তরা মকবুলকে গলা কেটে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে। আর রিকশা নিয়ে গাবতলী চলে যায়। যা পরবর্তীতে রাস্তায় ফেলে গেছে। এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
Leave a Reply