রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি নির্বাচনী এলাকার মধ্যে বরিশাল-৫ সদর আসন ব্যতিত অন্যসব আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক নৌকার পোস্টারে প্রত্যন্ত এলাকার অলিগলিতে সয়লাব হয়ে গেলেও দেখা মেলেনি ধানের শীষের কোন পোস্টার।
তবে নির্বাচনী এলাকার বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ব্যক্তিগত অর্থায়নে উন্নয়নের মহাসড়ক দিয়ে ট্রাক মার্কা নিয়ে এগিয়ে চলেছেন বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে তার নির্বাচনী প্রতীক ট্রাক মার্কার জনসমর্থন ততোই বেশি বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের মহাসড়কে আতিকুর রহমানের ট্রাক প্রতীকের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি। ওই আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর লাঙ্গল মার্কাসহ হাতপাখা প্রতীকের ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পোস্টার দেখা গেলেও চোখে পরেনি ধানের শীষের কোন পোস্টার।
সরেজমিনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন ঘুরে কোথাও বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষের পোস্টার দেখা যায়নি। ওই আসনের প্রত্যন্ত এলাকায়ও শোভা পাচ্ছে নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ ও হাতপাখা প্রতীকের নির্বাচনী পোস্টার। সাধারণ ভোটাররা জানান, বিএনপির প্রার্থীর পক্ষে এখনও কোন পোস্টার সাটানো হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থীকে মেনে নিতে পারেননি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাই তারা (নেতাকর্মীরা) প্রার্থীর কোন খোঁজ খবর না রাখায় এখনও মাঠে নামতে পারেননি ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নৌকা ও হাতপাখার পোস্টারে ছেয়ে গেছে গোটা নির্বাচনী এলাকা। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু অভিযোগ করেন, তার সমর্থকরা বেশ কিছু পোস্টার সাটিয়ে ছিলেন, রাতের আঁধারে তার সকল পোস্টার খুলে নিয়েছে প্রতিপক্ষের লোকজনে।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নৌকার পোস্টারের পাশাপাশি সর্বত্র চোখে পরার মতো পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সাধারণ ভোটারদের মনোনীত স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিকের ট্রাক মার্কার পোস্টার। পাশাপাশি ওই আসনে জাতীয় পাটির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ও হাতপাখা প্রতীকের কিছু পোস্টারের দেখা মিললেও কোথাও ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পোস্টার চোখে পরেনি।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সর্বত্র শোভা পাচ্ছে নৌকার প্রার্থী পঙ্কজ দেবনাথের নির্বাচনী পোস্টার। রয়েছে হাতপাখা প্রতীকের পোস্টারও। তবে চোখে পরেনি বিএনপি মনোনীত নাগরিক ঐক্যের প্রার্থী জেএম নুরুর রহমানের ধানের শীষের পোস্টার। বরিশাল-৫ (সদর) আসনের সর্বত্র নৌকা, ধানের শীষ ও হাতপাখার পোস্টারে সয়লাব হয়ে গেছে। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত নাসরিন জাহান রতনা আমিনের লাঙ্গল মার্কার পোস্টারে ছেয়ে গেছে। মাঝে মধ্যে বিএনপি মনোনীত আবুল হোসেন খানের ধানের শীষের সামান্য কিছু পোস্টার দেখা গেলেও তা ইসলামি আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম আল আমীনের হাতপাখা প্রতীকের পোস্টারের চেয়েও কম।
Leave a Reply