রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
এইচ.এম হেলাল ॥ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ রায়ের আগের দিনই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বরিশালে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “আগামীকাল যে রায়ই আসুক, তা রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথভাবে কার্যকর করা হবে। কেউ যদি এ রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে।” ইতোমধ্যে মাঠ পর্যায়ে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
দুপুরে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বৈঠকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন ফ্রি, ফেয়ার, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য মাঠ প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। “দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনী পরিবেশে—জনগণ ভোটমুখী,” তিনি মন্তব্য করেন।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “পরিস্থিতি খুব ভালো বলা যাবে না, আবার খুব খারাপও নয়; মোটামুটি সন্তোষজনক।” তিনি দাবি করেন, বাহিনীর মনোবল আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি, যা রায় কার্যকরের সময় বড় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “যাদের উদ্দেশ্য অস্থিতিশীলতা সৃষ্টি করা, তারা শক্ত প্রতিরোধের মুখে পড়বে। রাষ্ট্র কোনো ধরণের নাশকতা সহ্য করবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা সকল নাগরিককে আইন মেনে শান্ত থাকতে আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
Leave a Reply