রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, জিওস্টেশনারি স্যাটেলাইটে সৌর ব্যতিচারের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচারে সাময়িক ব্যাঘাত দেখা দিতে পারে।
বিএসসিএল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌর ব্যতিচার বছরের দুইবার ঘটে এবং এটি একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা। এ সময় স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে নির্দিষ্ট সময়ে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর ক্ষেত্রে সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর প্রতিদিন কয়েক মিনিটের জন্য সম্প্রচারে বিঘ্ন দেখা দিতে পারে।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর ৯ মিনিট, ১ অক্টোবর ১২ মিনিট, ২ ও ৩ অক্টোবর ১৩ মিনিট, ৪ অক্টোবর ১২ মিনিট, ৫ অক্টোবর ১১ মিনিট এবং ৬ অক্টোবর ৮ মিনিটের জন্য সম্প্রচারে সাময়িক ব্যাঘাত হতে পারে।
বিএসসিএল বলেছে, এই ব্যতিচার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে এবং এটি দীর্ঘমেয়াদী কোনো ক্ষতির কারণ হবে না। ব্যবহারকারীদের সম্ভাব্য অসুবিধার জন্য আগেই সতর্ক করা হয়েছে। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করেছে যে, সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন সত্ত্বেও স্বাভাবিকভাবে চলবে।
Leave a Reply