শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশের নির্বাচন ঘিরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কার্যক্রম বাড়িয়েছে বলে দাবি করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের তৎপরতা বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে নতুন যোগসাজশ তৈরি করতে পারে এবং এতে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত আলোচনায় শ্রিংলা বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের অংশ। তাদের অতীত কর্মকাণ্ড প্রমাণ করে, এই দল গণতন্ত্রের স্বার্থে নয়, বরং ভিন্ন উদ্দেশ্যে সক্রিয়। তার ভাষায়, “এই চিতাবাঘ তার দাগ বদলাবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্য প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহায়ক হিসেবে কাজ করেছিল জামায়াতের এই ছাত্র সংগঠন। সেই ইতিহাস উপেক্ষা করে তাদের রাজনৈতিক উত্থান বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক ভারত সহযোগিতা করবে। তবে যদি সেই সরকার ভারতের স্বার্থ বিরোধী কোনো অবস্থান নেয়, তখনই উদ্বেগ তৈরি হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী ভালো ফলাফল করতে পারে। এজন্য আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশকে সতর্ক পদক্ষেপ নিতে হবে। আলোচনাটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিরকার।
Leave a Reply