শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যসায়ি ও মাদকের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূুত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের রমিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে রবিবার রাতে এএসআই সরোয়ার বশির অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সালাম থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ও জিআর ১০/১৭ মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।বরিশালের একটি আদালত সালামের অনুপস্থিতিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন মামলায় এক বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সালাম পলাতক ছিল। সোমবার সকালে সালামকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply